প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

জ্ঞান ও নৈতিকতার সম্বয়ে আলোকিত মানুষ গড়ার অনন্য প্রতিষ্ঠান দারুস্সালাম সিদ্দীকিয়া মাদরাসা। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসাটি ইলমে দ্বীন শিক্ষায় তাহজিব, তমুদ্দুন, দ্বীন, ঈমান, সভ্যতা ও সংস্কৃতি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।
এটি একটি দারুস সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য জাতী গঠনে সয়কালীন বিশ্বে রাসুলুল্লাহ (সা:) শিক্ষার আলো দিয়ে ১টি বর্বর ও অশিক্ষিত জাতিকে সুশিক্ষিত সুশৃঙ্খলিত ও সর্বোত্তম জাতিতে রুপান্তর করতে সক্ষাম হয়। নৈতিক আদর্শিক ও চারিত্র্যিক দৃঢ়তাসম্পন্ন জনশক্তি উৎপাদনের জন্য ধর্মীয় মূল্যবোধ চর্চার কোন বিকল্প নেই। এই গুরুত্বপূর্ন দিকটি অবশ্যই শিক্ষাব্যবস্থায় অগ্রধিকার পাওয়া উচিত। সর্বোপরি ইসলাম একটি পূর্নাঙ্গ জীবনব্যবস্থা। তাই সন্তানকে পরিপূর্ণ ইসলামি শিক্ষাদানে যথাযথ ব্যবস্থা করা নৈতিক দায়িত্ব। এটা নবুয়তি কাজের অন্তর্ভুক্ত।
পিতামাতা সন্তানের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করলে পরকালে তাদের আসামীর কাঠগড়ায় দাঁড়তে হবে।
আল্লাহ বলেন, তারা বলবে হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের নেতা ও বড়দের অনুসরণ করেছি, আর তারাই আমাদের পথভ্রষ্ট করেছে। হে আমাদের রব তাদের দ্বিগুন শাস্তি দিন এবং তাদের মহা-অভিশাপে অভিশাপ দাও ( সূরা আহযাব, আয়াত ৬৮,৬৯)। তাই সন্তানের অভিশাপ থেকে বাচঁতে এবং নেক সন্তান গরতে হলে একটি দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে ইহকালিন কল্যন ও পরকালিন মুক্তির ব্যবস্থা করুন। তাই এই অভাব কিছুটা হলেও দূর করার জন্যে ওলিকুলের শিরমনি, পীরে কামেল- আলহাজ্ব হজরত মাওলানা হাসনাইন আহমাদ সিদ্দিকী ( পীর সাহেব, জৈনপুর, ভারত) হুজুরের দোয়া ও ইজাজতে ২০১৬ সালে “ দারুস্সালাম সিদ্দীকিয়া মাদরাসা ” প্রতিষ্ঠা করা হয়েছে।

সভাপতির বাণী

image-not-found

بسم الله الرحمن الرحيم
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। দারুস্সালাম সিদ্দীকিয়া একাডেমি বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রসিদ্ধ দীনী শিক্ষা প্রতিষ্ঠান। মাদরাসাটি ভোলা জেলাম লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম বাজারে অবস্থিত। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদা-বিশ্বাসে অনঢ় একদল শ্রেষ্ঠ মুসলিম আলিম তৈরীর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে মাদরাসাটি। এক ঝাঁক নবীন ও প্রবীন শিক্ষকদের নিরসল বিজ্ঞানসম্মত পাঠদান, বিশেষ কোচিং, মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ও ছাত্রদের কঠোর পরিশ্রমের মাধ্যমে মাদরাসাটি ইতোমধ্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ভালো ফলাফলের মাধ্যমে গৌরবোজ্জ্বল অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এর খ্যাতি স্বীকৃত।

দীনী শিক্ষা বিস্তার, দীনের সংরক্ষণ ও প্রচার-প্রসার, শির্ক-বিদ্‌আতের মূলোৎপাটন এবং আদর্শ নাগরিক তৈরীর দৃঢ় প্রত্যয় নিয়ে অলী কুলের শীরমনি হযরত হাসনাইন আহমেদ জৌনপুরি (ভারত) এর ইযাযতে ২০১৬ইং সালে গড়ে উঠা এ মাদরাসাটি বর্তমানে ৮ বৎসর অতিক্রম করে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসাটি তার মহান লক্ষ্য অর্জনে সুখ্যাতি ও কৃতিত্বের সাক্ষর রেখে চলছে দেশ-বিদেশে। মাদরাসাটির উত্তরোত্তর উন্নতি-অগ্রগতি ও সুনাম অর্জনে সুবিজ্ঞ শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং দেশ-বিদেশের দীন-দরদী শুভাকাঙ্খী ও দানশীল ভাই-বোনদের সার্বিক সহযোগিতা বিষেশভাবে স্মরণীয়। সর্বোপরি মহান রাব্বুল আলামীনের বিশেষ রহমত্ ও করুনার দৃষ্টির মাদরাসাটির চলার পথের প্রধান পাথেয়।

সভাপতি,
মাওলানা মোঃ জাকির হোসাইন
দারুসসালাম সিদ্দীকিয়া একাডেমি।

অধ্যক্ষের বাণী

image-not-found

بسم الله الرحمن الرحيم
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। দারুস্সালাম সিদ্দীকিয়া একাডেমি বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রসিদ্ধ দীনী শিক্ষা প্রতিষ্ঠান। মাদরাসাটি ভোলা জেলাম লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম বাজারে অবস্থিত। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদা-বিশ্বাসে অনঢ় একদল শ্রেষ্ঠ মুসলিম আলিম তৈরীর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে মাদরাসাটি। এক ঝাঁক নবীন ও প্রবীন শিক্ষকদের নিরসল বিজ্ঞানসম্মত পাঠদান, বিশেষ কোচিং, মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ও ছাত্রদের কঠোর পরিশ্রমের মাধ্যমে মাদরাসাটি ইতোমধ্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ভালো ফলাফলের মাধ্যমে গৌরবোজ্জ্বল অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এর খ্যাতি স্বীকৃত।

দীনী শিক্ষা বিস্তার, দীনের সংরক্ষণ ও প্রচার-প্রসার, শির্ক-বিদ্‌আতের মূলোৎপাটন এবং আদর্শ নাগরিক তৈরীর দৃঢ় প্রত্যয় নিয়ে অলী কুলের শীরমনি হযরত হাসনাইন আহমেদ জৌনপুরি (ভারত) এর ইযাযতে ২০১৬ইং সালে গড়ে উঠা এ মাদরাসাটি বর্তমানে ৮ বৎসর অতিক্রম করে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসাটি তার মহান লক্ষ্য অর্জনে সুখ্যাতি ও কৃতিত্বের সাক্ষর রেখে চলছে দেশ-বিদেশে। মাদরাসাটির উত্তরোত্তর উন্নতি-অগ্রগতি ও সুনাম অর্জনে সুবিজ্ঞ শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং দেশ-বিদেশের দীন-দরদী শুভাকাঙ্খী ও দানশীল ভাই-বোনদের সার্বিক সহযোগিতা বিষেশভাবে স্মরণীয়। সর্বোপরি মহান রাব্বুল আলামীনের বিশেষ রহমত্ ও করুনার দৃষ্টির মাদরাসাটির চলার পথের প্রধান পাথেয়।

অধ্যক্ষ,
দারুসসালাম সিদ্দীকিয়া একাডেমি।